বিদেশি ডিগ্রির সমতাবিধানে জন্য অনলাইন আবেদন

বিদেশের যে বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি অর্জিত হইয়াছে তাহা যদি সংশ্লিষ্ট দেশের সরকার কর্তৃক স্বীকৃত না হয় তাহা হইলে প্রাপ্ত ডিগ্রি সমতা বিধানের জন্যে গ্রহণযোগ্য হইবে না। এমনকি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয় এমন স্টাডি সেন্টারের মাধ্যমে ভর্তি হয়ে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে সকল পরীক্ষা সম্পন্ন করলেও সমতায়ন করার সুযোগ নেই। তবে কোনো শিক্ষার্থী বাংলাদেশের বাহিরে কোনো এক দেশে অনস্থান করে, সেই দেশ ভিন্ন কোন দেশের বিশ্ববিদালয়ের অনুমোদিত ক্যাম্পাস হতে সরাসরি শ্রেণি কক্ষে উপস্থিত থাকিয়া শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ডিগ্রি অর্জন করলে অনুরূপ ডিগ্রির সহিত সমতায়ন করা যাইবে।


নিবন্ধনের নিয়ম কানুন ও পদ্ধতি

নিবন্ধন

নিবন্ধনের জন্য আপনার নাম, ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, সচল ই-মেইল আইডি লাগবে। সব ঠিক থাকলে নিবন্ধন ফর্মে সম্পূর্ণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।

ইমেইল ভেরিফিকেশন

নিবন্ধনের পর আপনার ই-মেইলে একটা ভেরিফিকেশন ই-মেইল পাঠানো হবে। ভ্যালিড ই-মেইল আইডি হলে আপনি একটি লিংক পেয়ে যাবেন। লিংকে ক্লিক করলে আপনার ইমেইলটি ভেরিফাই হয়ে যাবে।

আবেদন করুন

ই-মেইল ভেরিফাই হলে আপনি আপনার অ্যাাকাউন্টে প্রবেশ করার সুযোগ পাবেন। আপনি এখন যে ফর্মের মাধ্যমে আবেদন করতে চান সেই ফর্মে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে গবেষণা সহায়ক ফান্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনি ছবির যেকোন ফরম্যাট বা পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন।

1605

নিবন্ধিত ব্যবহারকারী

1851

আবেদন করেছেন

433

সমতায়ন করা হয়েছে

455472

ভিজিটর

পরিকল্পনা ও বাস্তবায়নে: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
যোগাযোগ : 02-58160231